অভিবাসী কর্মীদের লাশ সংক্রান্তঃ
** বিদেশে কর্মরত অবস্থায় মৃত্যুবরনকারী কর্মীদের মৃত্যুসংবাদ (মৃত্যুসংবাদ প্রাপ্তি সাপেক্ষে)ওয়াবিশদেরকে অবহতিকরন।
** বিদেশে কর্মরত অবস্থায় মৃত্যুবরনকারী কর্মীদের লাশ দেশে আনয়নের জন্য আবেদন গ্রহন করে পরবর্তী কার্যক্রম গ্রহণার্থে ব্যুরোতে প্রেরণ।
** বিদেশে মৃত্যুবরনকারী কর্মীদের লাশ দাফন সংক্রান্ত লিখিত মতামত সংগ্রহ করন পূর্বক ব্যুরোতে প্রেরণ।
** লাশ পরিবহন ও দাফন খরচের আর্থিক সাহায্য প্রদানের নিমিত্তে আবেদন গ্রহন ও সরজমিনে তদন্ত প্রতিবেদন সমেত পরবর্তী কার্যক্রম গ্রহণার্থে ব্যুরোতে প্রেরণ।
অভিবাসী কর্মীদের মৃত্যুজনিত কারণে আর্থিক সাহায্য সংক্রান্তঃ
** অভিবাসী কর্মীদের মৃত্যু জনিত কারণে জনশক্তি ব্যুরোর কল্যাণ তহবিল হতে আর্থিক সাহায্যের জন্য আবেদনপত্র গ্রহনপূর্বক ব্যুরোতে প্রেরন ।
** অভিবাসী কর্মীদের মৃত্যু জনিত জনশক্তি ব্যুরোর কল্যাণ তহবিল হতে মজ্ঞরীকৃত আর্থিক সাহায্য বিতরনের নিমিত্তে প্রয়োজণীয় কাগজপত্র গ্রহণ , সরজমিনে তদন্ত করে দাখিলকৃত কাগজপত্রের সঠিকতা যাচাইকরে প্রতিবেদন সমেত(ব্যুরোর নির্দেশনা মোতাবেক) পরবর্তী কার্যক্রম গ্রহণার্থে ব্যুরোতে প্রেরণ।
** অভিবাসী কর্মীদের মৃত্যু জনিত কারনে জনশক্তি ব্যুরোর কল্যাণ তহবিল হতে মজ্ঞরীকৃত আর্থিক সাহায্যর চেক (ব্যুরো হতে চেক প্রাপ্তি সাপেক্ষে) মৃতের ওয়ারিশদেরকে প্রদান।
অভিবাসী কর্মীদের মৃত্যুজনিত কারণে ক্ষতিপূরণ/বকেয়া পাওনা,ইন্সুরেন্স সংক্রান্তঃ
** মৃত্যু জনিত ক্ষতিপূরন/বকেয়া পাওনা ,ইন্সুরেন্স এর অর্থ বিতরনের নিমিত্তে প্রয়োজণীয় কাগজপত্র গ্রহণ , সরজমিনে তদন্ত করে দাখিলকৃত কাগজপত্রের সঠিকতা যাচাইকরে প্রতিবেদন সমেত(ব্যুরোর নির্দেশনা মোতাবেক) পরবর্তী কার্যক্রম গ্রহণার্থে ব্যুরোতে প্রেরণ।
** অভিবাসী কর্মীদের মৃত্যু জনিত ক্ষতিপূরন/বকেয়া পাওনা ,ইন্সুরেন্স এর আর্থিক চেক (ব্যুরো হতে চেক প্রাপ্তি সাপেক্ষে) মৃতের ওয়ারিশদেরকে প্রদান।
অভিবাসী কর্মীদের মৃত্যুজনিত কারণে মামলা সংক্রান্তঃ
** মৃত্যের ওয়ারিশ কর্তৃক মৃত্যুজনিত ক্ষতিপূরন/বকেয়া পাওনা, আদয়ের জন্য মামলা পরিচালনার নিমিত্তে মৃতের ওয়ারিশানগন দূতাবাসকে প্রদত্ত পাওয়ার অব এটর্নী, অভিবাবকত্ব সনদ, বৈধ উত্তরাধিকারী সনদ সংক্রান্ত কাগজপত্র দপ্তরে দাখিল করার পর তথ্যাদির সঠিকতা যাচাই করে মৃতের ঠিকানায় সরজমিনে গমন পূর্বক ওয়ারিশানগনকে সনাক্ত করিয়া তদন্ত প্রতিবেদনসহ ব্যুরোতে সকল কাগজপত্র প্রেরন।
** বিদেশ গমনেচ্ছু কর্মীদের ডাটাজজে জবসিকার্স রেজিষ্ট্রশন ।
** নিরাপদে অভিবাসনে সার্বিক সহযোগিতা করণ।
** বৈধ রিক্রটিং এজেন্সীর তালিকা সরবরাহ করণ।
**জাল ভিসা/ওয়ার্ক পারমিট যাচাইয়ে সহযোগিতা করণ।
** সরকারী নির্দেশনায় বিদেশে মহিলা কর্মী প্রেরণে সার্বিক সহযোগিত করণ।
**অভিবাসী এবং অভিবাসন সম্পর্কিত সকল কার্যক্রমে কর্মীদের সঠিক দিক নির্দেশনা ,পরামর্শ সহ সার্বিক সহযোগিতা করা হয়।
** স্থানীয় চাকুরীর জন্য শিক্ষিত বেকার যুবকদের নাম তালিকাভূক্তিকরন এবং নিয়োগ কর্তার চাহিদা মোতাবেক যোগ্যতার ভিত্তিতে প্রার্থী উপস্থাপন।
** চাকুরী সংক্রান্ত তথ্যাদি সংগ্রহের জন্য নিয়োগকর্তাদের সহিত যোগাযোগ।
** নিয়োগ বিজ্ঞপ্তি সংগ্রহ ও তথ্য কেন্দ্রে সংরক্ষন।
** বিদেশ গমনেচ্ছু কর্মীগনকে বিভিন্ন দেশের ভাষা সহ বিদেশ গমনের পূর্বে ও পরে বিভিন্ন বিষয়ে করনীয় সম্পর্কে লিফলেট ও পোষ্টারের মাধ্যমে সচেতন করা হইতেছে।
** প্রশাসন ও বিভিন্ন অফিস, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ অন্যান্য প্রতিষ্ঠানের সক্রিয় সহযোগীতায় প্রতি বৎসর অভিবাসীদের সম্মান জানানোর লক্ষ্যে ১৮ ডিসেম্বর জাতিসংস ঘোষিত বিশ্ব অভিবাসী দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়।
** পুরুষ ছেলেদের পাশাপাশি মহিলা গৃহকর্মীগনকে প্রশিক্ষনের মাধ্যমে বিদেশে প্রেরনের উদ্যোগ গ্রহন করা হইতেছে।
** শ্রম বাজার সংক্রান্ত তথ্য সংগ্রহ।
** প্রশাসনসহ যে কোন আলোচনা সভা /সেমিনারে অংশ গ্রহন করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS