১) বিদেশ গমনেচ্ছু কর্মীদের ডাটাজজে জবসিকার্স রেজিষ্ট্রশন করা ২) নিরাপদে অভিবাসনে সার্বিক সহযোগিতা করা। ৩) বৈধ রিক্রটিং এজেন্সীর তালিকা সরবরাহ। ৪)প্রবাসে কর্মীর মৃত্যু সংবাদ,লাশ আনার মতামত ,স্থায়ী ঠিকানা ও ওয়ারিশ সংক্রান্ত রিপোর্ট প্রদান। ৫) প্রবাসে কর্মরত কর্মীদের মৃত্যুজনিত ক্ষতিপুরন,আর্থিক সাহায্য এবং লাশ পরিবহন ও দাফন খরচ বাবদ অর্থ প্রাপ্তিতে যাবতীয় সহযোগিতা করা। ৬) ) প্রবাসে কর্মরত কর্মীদের মৃত্যুজনিত কারণে মামলা পরিচালনায় সার্বিক সহযোগিতা করা। ৭)প্রতারিত কর্মীদের আইনি পরামর্শ প্রদান। ৮)জাল ভিসা/ওয়ার্ক পারমিট যাচাইয়ে সহযোগিতা করণ। ৯) সরকারী নির্দেশনায় বিদেশে মহিলা কর্মী প্রেরণে সার্বিক সহযোগিত করা। ১০)অভিবাসী এবং অভিবাসন সম্পর্কিত সকল কার্যক্রমে কর্মীদের সঠিক দিক নির্দেশনা ,পরামর্শ সহ সার্বিক সহযোগিতা করা হয়। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS